১.১ (ক) সংগঠনটির নামঃ বাংলায়ঃ শ্রীহট্ট পুরোহিত মন্ডলী; ইংরেজীতেঃ SREEHATTA PURAHIT MANDALEE
১.১ (খ) ঠিকানা: সংগঠনের একটি অস্থায়ী কার্যালয় যেকোনো সুবিধাজনক স্থানে স্থাপিত হবে। ভবিষ্যতে আর্থিক সক্ষমতা বাড়লে সিলেটে একটি স্থায়ী কার্যালয় স্থাপন করা হবে।
১.১ (গ) প্রতিষ্ঠা: ১লা আগস্ট, ১৯৯৬ খ্রিঃ।
১.১ (ঘ) সংগঠনটির মনোগ্রাম:
১.৬ (চ) প্রতিষ্ঠাতা সদস্য (১৯৯৬): সর্ব-স্বর্গীয় মুকুন্দ ভট্টাচার্য্য, সত্যেন্দ্র ভট্টাচার্য্য, গঙ্গেশ রঞ্জন ভট্টাচার্য্য, মিহির ভট্টাচার্য্য এবং বর্তমানে যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সর্ব শ্রী মনোজ রঞ্জন চক্রবর্তী, নবীন কুমার ভট্টাচার্য্য, জয়ন্ত বিজয় চক্রবর্তী, যশোদা নন্দন চক্রবর্তী, জগৎজ্যোতি ভট্টাচার্য্য চন্দন সহ আরও অনেকে।